Job Description
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। বর্তমানে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় (ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়) চলমান ঋণ কর্মসূচীতে নিম্নলিখিত শূন্যপদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
কর্মস্থলঃ ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল।
Job Requirements
- ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অনভিজ্ঞ স্নাতক বা উচ্চতর ডিগ্রীধারীরাও আবেদন করতে পারবেন।
- প্রার্থীকে বাই-সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
- পিকেএসএফ অর্থায়িত ঋণ কর্মসূচীতে কাজের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
No of Vacancies: ২৫টি
Job Level: Entry
Job Nature: Full Time
Industry: NGO / Development
Preferred Business Area: NGO / Development
Salary: মূল বেতন ৮,৭৫০/- টাকা।
Other Benefits
মূল বেতন ৮,৭৫০/- ও সর্বসাকুল্যে অঞ্চল ভেদে বেতন ১৬,৬২৫/- হতে ২০,০০০/-
সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষানবীশকাল শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকুরী স্থায়ীকরন করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক যাবতীয় সুবিধা (উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দ্বীপ ভাতা, নগর ভাতা, মোবাইল বিল, মটর সাইকেলের ফুয়েল বিল ইত্যাদি) প্রযোজ্য হবে।
নির্বাচিত অনভিজ্ঞ প্রার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। উল্লেখ্য, মূল বেতনের ৫০% প্রশিক্ষনকালীন ভাতা প্রদান করা হবে।
Desired Education
স্নাতক পাশ।
Application Deadline: Nov 30, 2017
Apply Instructions:
শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী ৩০/১১/২০১৭ইং -এর মধ্যে পরিচালক বরাবর দরখাস্ত (যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সকল সার্টিফিকেট (শিক্ষাগত ও অভিজ্ঞতা) -এর সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে) সংস্থার “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-২০, সড়ক-১১ (নতুন), ৩২ (পুরাতন), ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯”-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।