বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সারাংশ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ০৬ মে ২০২৩ খ্রিঃ।
প্রতিষ্ঠানঃ বাংলাদেশ পুলিশ।
পদের নামঃ সাব-ইন্সপেক্টর (এসআই)।
চাকরির ধরনঃ সরকারি চাকরি।
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে।
অফিশিয়াল ওয়েবসাইটঃ www.police.gov.bd
আবেদনের শেষ তারিখঃ ২৭ মে ২০২৩ খ্রিঃ।

বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) তাদের শূন্য পদসমূহ পূরণ করার লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Bangladesh Police (SI) job circular 2023

চাকরির বিবরণ

বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদের প্রকৃত শূন্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলিসহ অন্যান্য তথ্যাদি নিম্নে উল্লেখ করা হলো-

বয়সসীমাঃ আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৭ মে ২০২৩ তারিখে ১৯ থেকে ২৭ বছর হতে হবে। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম করেছেন তারাও আবেদন করতে পারবেন। এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখই চুড়ান্ত বলে গণ্য হবে। শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

শারীরিক যোগ্যতাঃ

(ক) পুরুষ প্রার্থীদের(সকল কোটা) জন্য উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।
(খ) নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

আবেদনর শর্তাবলিঃ

১. অনলাইনে আবেদনপত্র পূরণঃ
(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণকে http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা Physical Endurance Test-এর জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমাঃ
(i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় ০৬.০৫.২০২৩ খ্রিঃ রাত ১.০০ ঘটিকা।
(ii) Online এ আবোদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৭.০৫.২০২৩ খ্রি: তারিখ রাত ১১.৫৯ ঘটিকা পর্যন্ত।
(খ) আবেদন ফরম পূরণ করার অব্যবহিত পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি USER ID পাবে। এ ক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফরম পূরণের ২৪ ঘণ্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে।
(গ) Online আবেদনপত্রে প্রার্থীকে তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে।
(ঘ) আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবতী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পূর্বে সকল তথ্যের
সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে।
(ঙ) প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে।
(চ) অনলাইনে আবেদন ফরমের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহিত হবে না।

SMS এর নিয়মাবলীঃ
প্রথম SMS: SIP UserID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SIP ABCDEF
Reply: Applicant’s Name, Tk-40/- will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type SIP YesPIN and send to 16222
দ্বিতীয় SMS: SIP YesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: SIP YES 12345678
Reply: Congratulation Applicant’s Name,Your Payment has been completed successfully for the Application of PET of Cadet Sub-Inspector (Unarmed) Recruitment Examination 2023. User ID is (ABCDEF) and Password (XXXXXX).

(ছ) যে কোনো Teletalk pre-paid mobile ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID এবং Password পুনরুদ্ধার করতে পারবেনঃ

i) User ID জানা থাকলে: SIP Help User UserID & Send to 16222.
Example: SIP HELP USER ABCDEF
ii) PIN Number জানা থাকলে: SIP Help UserPIN & Send to 16222.
“Example: SIP HELP PIN ABCDEF

২. প্রার্থীদের নিজ রেঞ্জাধীন নির্ধারিত পরীক্ষাকেন্দ্র, তারিখ ও সময়ে Physical Endurance Test (PET) এর ৭টি ইভেন্ট, যথা- দৌড়, লং জাম্প,
হাই জাম্প, পুশআপ, সিটআপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং-এ অংশগ্রহণ করতে হবে। PET সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে YouTube-এ Bangladesh Police Offical Channel, Bangladesh Police এর Verified Facebook Page এবং Bangladesh Police Website (www.police.gov.bd)-এ Physical Endurance Test সংক্রান্ত একটি “ভিডিও” আপলোড করা হয়েছে।