প্রতিষ্ঠানঃ জাতীয় মানবাধিকার কমিশন।
পদের সংখ্যাঃ ১৭ জন।
চাকরির ধরনঃ সরকারি চাকরি।
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে।
অফিশিয়াল ওয়েবসাইটঃ www.nhrc.org.bd
আবেদনের শেষ তারিখঃ ৩০ মে ২০২৩ খ্রিঃ।
জাতীয় মানবাধিকার কমিশন তাদের শূন্য পদসমূহ পূরণ করার লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় মানবাধিকার কমিশনে ০৯ টি পদে ১৭ জন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
জাতীয় মানবাধিকার কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | National Human Rights Commission job circular 2023
চাকরির বিবরণ
জাতীয় মানবাধিকার কমিশনের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত ৯টি ক্যাটাগরির মোট ১৭টি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (http://nhrc.teletalk.com.bd ওয়েবসাইটে) আবেদনপত্র আহবান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবেনা।
শূন্যপদ সমুহঃ
পদের নামঃ সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ সহকারী পরিচালক (অভিযোগ ও তদন্ত) (০৩ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ সহকারী পরিচালক (সমাজসেবা এবং কাউন্সেলিং) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ সহকারী পরিচালক (তথ্য প্রযুক্তি) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ সহকারী পরিচালক (গবেষণা) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ সহকারী পরিচালক (আইন) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ সহকারী পরিচালক (০৭ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ জনসংযোগ কর্মকর্তা (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
আবেদনর শর্তাবলিঃ
১. আবেদনকারীর বয়স ৩০/০৪/২০২৩খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ (আঠার) বছর এবং সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে, শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র/কন্যা কিংবা মুক্তিযোাদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র কন্যা প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।
২. অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১০/০৫/২০২৩ খ্রিঃ সকাল ১০.০০ টায়। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩০/০৫/২০২৩ খ্রিঃ বিকাল ৫.০০ টা পর্যন্ত।
৩. বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইট www.nhrc.org.bd দেখা যাবে অথবা QR Code স্ক্যান এর মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd/nhrc ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য www.nhrc.org.bd ওয়েবসাইটের নোটিশ বোর্ড হতে জানা যাবে।
