প্রতিষ্ঠানঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পদের সংখ্যাঃ ২৬ জন।
চাকরির ধরনঃ সরকারি চাকরি।
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে।
আবেদন ফিঃ ৬০০ – ৫০০/- টাকা।
অফিশিয়াল ওয়েবসাইটঃ www.dmlc.gov.bd
আবেদনের শেষ তারিখঃ ১২ জুন ২০২৩ খ্রিঃ।
প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের শূন্য পদসমূহ পূরণ করার লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ০৩ টি পদে ২৬ জন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Ministry of Defense job circular 2023
চাকরির বিবরণ
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সেনানিবাসে ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উচ্চ মাধ্যমিক/কলেজ পর্যায়ে বিদ্যমান নিম্নবর্ণিত শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতাসম্পন প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছেঃ
শূন্যপদ সমুহঃ
পদের নামঃ প্রভাষক (১) বাংলা-০৩টি পদ, (২) ইংরেজি- ০২টি পদ, (৩) পদার্থবিজ্ঞান-০১টি পদ, (8) জীববিজ্ঞান-০১টি পদ, (৫) গণিত-০১টি পদ, (৬) পৌরনীতি ও সুশাসন-০২টি পদ, (৭) সমাজবিজ্ঞান-০১টি পদ, (৮) ভূগোল-০১টি পদ, (৯) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-০৩টি পদ, (১০) পরিসংখ্যান- ০১টি পদ, (১১) হিসাববিজ্ঞান- ০২টি পদ, (১২) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ০২টি পদ, (১৩) সমাজকর্ম ০১টি পদ, (১৪) ইসলামি স্টাডিজ -০১টি পদ
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার বিজ্ঞান/আইসিটি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,০০০ – ৫৩,০৬০/- গ্রেড ৯
পদের নামঃ প্রদর্শক(১) জীববিজ্ঞান-০২টি পদ, (২) রসায়ন- ০১টি পদ (০৩ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমানের ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ১৬,০০০ – ৩৮,৬৪০/- গ্রেড ১০
আবেদনর শর্তাবলিঃ
১. আবেদনের শেষ তারিখ ১২ জুন, ২০২৩ এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২. অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্তঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ https://job.shmrmi.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী https://job.shmrmi.gov.bd ও www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
৩. আবেদন ফিঃ প্রভাষক ৬০০/- (ছয়শত) টাকা ও প্রদর্শক ৫০০/- (পাঁচশত) টাকা (চার্জ প্রযোজ্য)।
৪. আবেদনকারীর সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক)টির বেশি এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় ২.৫০ জিপিএ এবং স্নাতক/স্নাতকোত্তর/ সমমানের পরীক্ষায় ২.২৫ সিজিপিএ এর নিচে গ্রহণযোগ্য নয়।
