প্রতিষ্ঠানঃ ধর্ম মন্ত্রণালয়।
পদের সংখ্যাঃ ০৯ জন।
চাকরির ধরনঃ সরকারি চাকরি।
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে।
আবেদন ফিঃ ২০০/- টাকা।
অফিশিয়াল ওয়েবসাইটঃ www.hindutrust.gov.bd
আবেদনের শেষ তারিখঃ ২৯ মে ২০২৩ খ্রিঃ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তাদের শূন্য পদসমূহ পূরণ করার লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ০৩ টি পদে ০৯ জন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Ministry of Religious Affairs job circular 2023
চাকরির বিবরণ
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন “মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালীন (ডিসেম্বর ২০২৫ পর্যন্ত) নিম্নোক্ত পদসমূহ পূরণের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ
শূন্যপদ সমুহঃ
পদের নামঃ কম্পিউটার অপারেটর (০৩ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ১৯,৬০০ – ১৭,৯৫০/- গ্রেড ১৩
পদের নামঃ ফিল্ড সুপারভাইজার (০৫ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ১৯,৬০০ – ১৭,৯৫০/- গ্রেড ১৩
পদের নামঃ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (০১ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী।
বেতন স্কেল ও গ্রেডঃ ১৭,০৪৫/- গ্রেড ১৬
আবেদনর শর্তাবলিঃ
১. জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফরমে প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা বরাবরে আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) এবং হিন্দুধমীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট (www.hindutrust.gov.bd) থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
২. আবেদনপত্র আগামী ২৯.০৫.২০২৩ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যজম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্প, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাক ১০০০ ঠিকানায় জিইপি/রেজিস্ট্রি ডাকযোগে অবশ্যই পৌছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৩. বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে চালানের মাধামে ২০০/- (দুইশত) টাকা অথনৈতিক কোড ‘১৩৫০১০১১১৯২৩৭-১৪২২৩২৬’ এ আটোমেটেড চালানে জমা করত: চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
