প্রতিষ্ঠানঃ বাংলাদেশ বিমান বাহিনী।
পদের সংখ্যাঃ ২৫ জন।
চাকরির ধরনঃ সরকারি চাকরি।
আবেদন করার মাধ্যমঃ অনলাইনে।
আবেদন ফিঃ ২০০/- টাকা।
অফিশিয়াল ওয়েবসাইটঃ www.baf.mil.bd
আবেদনের শেষ তারিখঃ ১০ জুন ২০২৩ খ্রিঃ।
বাংলাদেশ বিমান বাহিনীত তাদের শূন্য পদসমূহ পূরণ করার লক্ষ্যে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীতে ০১ টি পদে ২৫ জন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Bangladesh Air Force job circular 2023
চাকরির বিবরণ
বাংলাদেশ বিমান বাহিনীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) প্রচলিত বিধি মোতাবেক নিম্ন বর্ণিত শতবিলী পূরণ সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী পুরুষ নাগরিকদের (বিবাহিত/অবিবাহিত) নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাইতেছেঃ
শূন্যপদ সমুহঃ
পদের নামঃ মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি) (২৫ টি)
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাশ।
বেতন স্কেল ও গ্রেডঃ ২২,৫০০/-
আবেদনর শর্তাবলিঃ
১. আগ্রহী প্রার্থীদের দরখাস্ত স্বহস্তে পূরণ করিয়া ডাকযোগে ১০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে (১৪৩০ ঘটিকা) অধিনায়ক, বিমান বাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাৎন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা- ১২১৫ ঠিকানায় পৌঁছাতে হইবে। হাতে হাতে আবেদন পত্র জমা গ্রহণযোগ্য নহে।
২. প্রার্থীদেরকে আবেদনপত্রের সাথে “বিমান বাহিনী কেন্দ্রীয় বেসরকারী তহবিল” এর অনুকূলে ২০০ (দুইশত) টাকা মূল্যের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করিতে হইবে (পোষ্টাল অর্ডার গ্রহণযোগ্য হইবে না)। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অবশ্যই ঢাকাস্থ মহাখালী/ফার্মগেইট/কাওরান বাজার/ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার অগ্রণী/সোনালী/জনতা ব্যাংকে পরিশোধযোগ্য হইতে হইবে। বর্ণিত এলাকাসমূহ ব্যতীত অন্য কোন এলাকার পরিশোধযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযোগ্য হইবে না। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ব্যতীত আবেদনপত্র সরাসরি বাতিল বলিয়া গণ্য হইবে।
৩. লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ এসএমএস/পত্র মারফত এবং অত্র অফিসের ওয়েব সাইটের (www.baf.mil.bd) মাধ্যমে জানানো হইবে।
